নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারের আদালতে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করা হয়। জেরা করেন আব্দুর রেজ্জাক খান।
কিন্তু এদিন খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ২৭ অক্টোবর অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ৬ অক্টোবর হারুন অর রশিদ তার জবানবন্দি শেষ করেন।
মামলাটির অভিযোগপত্রের ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১তম জনের সাক্ষ্যগ্রহণ চলছে। জানা গেছে, মামলাটিতে এরপর দুদক আর কোনো সাক্ষী দেবে না।
এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন।
প্রসঙ্গত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
তারেক রহমান দেশের বাইরে আছেন। মাগুরার প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।