খালেদা-অলোক বৈঠক বিকেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত এশিয়া ও প্যাসিফিকবিষয়ক ব্রিটিশমন্ত্রী অলোক শর্মা।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অলোক শর্মা তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন তিনি।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর বিকেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।