খালেদা জিয়ার চেয়ে বড় রাজনীতিবিদ বাংলাদেশে জন্মায়নি: ফাহাম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে।

খালেদা জিয়ার মৃত্যুতে বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম শোকবার্তা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, খালেদা জিয়ার চেয়ে বড় রাজনীতিবিদ বাংলাদেশে জন্মায়নি।

তিনি তার পোস্টে বলেন, ‘খালেদা জিয়া। তিনি ভালোবেসেছিলেন এই দেশ আর তার মানুষদের। সবচেয়ে সংকটময় কালেও তিনি তার স্বভাব থেকে বিচ্যুত হননি। বাংলাদেশে তার চেয়ে বড় কোনো রাজনীতিবিদ জন্মায়নি। বাংলাদেশে তার মতো একজন মানুষ আমি আর দেখিনি। খালেদা, আমাদের লোক ছিলেন।’