বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
জানাজা ও দাফনের জন্য ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট এবং মিরপুর রোডে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে সংসদভবন এলাকাসংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে তার দাফন সম্পন্ন করা হবে।
এক্ষেত্রে সাধারণ জনগণ জানাজায় অংশ নিতে পারলেও দাফনের সময় তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। জানাজা অংশ নেওয়ার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না বলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে।


