বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। এ উপলক্ষে তারা আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শহরের অধস্তন আদালতের বিচারকরাও এই সিদ্ধান্তের সম্মান জানিয়ে এজলাসে উপস্থিত হননি। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলেছে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের কঠোর সংগ্রামী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সমিতি গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে।
ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন জানিয়েছেন, আইনজীবীদের এজলাসে না ওঠার সিদ্ধান্ত মেনে বিচারকরাও এ দিন এজলাসে উপস্থিত হননি। তবে আদালতের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।


