সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে।
রাষ্ট্রদূত ইয়াও আরও জানান, খালেদা জিয়ার অনুপস্থিতিতেও তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কের এই ধারা অব্যাহত থাকবে।


