কহিনুর, স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাদকা হিসাবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাউফল পৌর শহরের বাসভবনে এ আয়োজন করেন মরহুমের সন্তান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।
এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
লেনিন বলেন— “সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, তেমনি কর্মী হিসেবে আমাদেরও প্রয়োজন অভিভাবক বেগম খালেদা জিয়াকে। দেশের এই সংকটময় মুহূর্তে একজন আপোষহীন গণতন্ত্রের নেত্রী হিসেবে ১৮ কোটি মানুষের কাছে তিনি অত্যন্ত প্রয়োজনীয়।”
তিনি আরও বলেন— “ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেখান থেকে গণতন্ত্রে উত্তরণের সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন বেগম খালেদা জিয়া। একজন সুস্থ খালেদা জিয়াই পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে।”
লেনিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তার স্বদেশ প্রত্যাবর্তন জরুরি। দেশের ভিতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—তরিকুল ইসলাম মোস্তফা, প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।


