ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসন হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে দুপুর ২টায় জেলা নির্বাচন অফিসে সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছ থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন গাবতলী ও শাজাহানপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যায়।


