খালেদা জিয়া সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য একথা জানিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অনেক মানুষ এসেছিল। তেমনি বেগম খালেদা জিয়ার জানাজায়ও বিপুল মানুষের সমাগম হয়েছে। তবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মধ্যে একটা পার্থক্য ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় ক্ষমতায় ছিলেন আর খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন না। তাই বলবো বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ছিলেন। খালেদা জিয়া এত মানুষের ভালোবাসা পেয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মাহমুদুর রহমান এ কথা বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল তিনটার দিকে কোরান তেলাওয়াতের মাধ্যমে এ শোকসভা শুরু হয়।
মাহমুদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার স্বামীর মত দেশপ্রেম ছিল। খালেদা জিয়া সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। এমন দ্বিতীয় কাউকে পাবেন না। তিনি কখনো মাথা নত করেননি। খালেদা জিয়া বলে গেছেন- ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।
তারেক রহমানের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান আপনি। আপনার এটা গর্বের বিষয়। কিন্তু একটা অসুবিধাও আছে। মানুষ আপনার পিতা জিয়াউর রহমান ও মাতার সাথে আপনাকে তুলনা করবেন। সন্তান হলেও এটা আপনার জন্য কঠিন কাজ। আমি আল্লাহর কাছে বলবো, শহীদ জিয়া ও বেগম জিয়ার পতাকা তারেক রহমানকে বহন করার ক্ষমতা দেন।
শোকসভায় উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সবধর্মিণী ডা. জুবাইদা রহমান, তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।


