
জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সিলেট থেকে তার নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি সিলেটে যাবেন তিনি। সেখানে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন।
শনিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
নির্বাহী কমিটির বৈঠকের পর সন্ধ্যায় দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও মীর নাসির সাংবাদিকদের জানান, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করতে আগামী ৫ ফেব্রুয়ারি সকালে সড়ক পথে সিলেট যাবেন খালেদা জিয়া।
গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন।
খালেদা জিয়া সর্বশেষ সিলেটে গেছেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।