খালেদা জিয়াকে সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে

সোহরাওয়ার্দী উদ্যান থেকে : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ অভিযোগ করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, আমাদের সমাবেশ যাতে না হয় সেজন্য বাধা দেওয়া হয়েছে। পথে পথে বাধা। রাতে হোটেলে তল্লাশি করা হয়েছে। গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে জনগণ সমাবেশে আসতে না পারে। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। গুলশান ১ গোলচত্বরে কয়েকটি খালি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বাসগুলোতে চালক ছিল না। পরে অনেক কষ্ট করে আমি সমাবেশে এসেছি। এগুলো দেশ ও জনগণের জন্য ভালো না। এগুলো কোনো কল্যাণ বয়ে আনবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এবং জনগণকে ভয় পায়। সেজন্য তারা কোথাও আমাদের সমাবেশ করতে দেয় না। হামলা-মামলা করে আমাদের ছেলেদের হয়রানি করছে।