
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, উচ্চ আদালতে খালেদা জিয়ার মামলা নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুলাই। মামলা যাতে নিষ্পত্তি না হয় সেজন্য খালেদা জিয়ার অসুস্থতার নাটক মঞ্চায়ন করছে বিএনপি।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানী ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, নিম্ন আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খালেদা জিয়ার যে রায় প্রদান করেছে, তা উচ্চ আদালতে পুনর্বহাল থাকবে ভেবেই বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার নাটক করছে। নিম্ন আদালতে যখন মামলা চলছিল তখনও তারিখের আগে তিনি অসুস্থতার দোহাই দিয়ে আদালতের সময় নষ্ট করেছেন। প্রায় দেড়শত বার তারিখ পরিবর্তন করেছেন। এখনও একইভাবে অসুস্থতার নাটক করছেন। তিনি যদি অসুস্থই হন তাহলে তো চিকিৎসা নেওয়ার কথা। কিন্তু নির্ধারিত ইউনাইটেড হাসপাতাল ছাড়া চিকিৎসা করাবেন না, তার মানে তিনি সুস্থ আছেন।
তিনি বলেন, ‘বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, দুই মাসের মধ্যে নাকি রাজনীতিতে পরিবর্তন আসবে। কিন্তু কী পরিবর্তন আসবে, সেটা আমাদের জানা নাই, কোনো পরিবর্তন আসবে না।’
তিনি আরো বলেন, ‘বিএনপি নেতারা ও আইনজীবী প্যানেল খালেদা জিয়াকে মুক্ত করার কোনো চেষ্টা করছে না। তিনি জেলে থাকলে নাকি তাদের ভোট বাড়ে, তার মানে বিএনপিই চায় না খালেদা জিয়ার মুক্তি।’