
ফেনী : ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন ফেনী আদালত পরিদর্শক এ কে এম নাজিবুল ইসলাম। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বুধবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মামলায় ২৪-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সেদিনের হামলায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। ওসি রাশেদ খাঁন বলেন, মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। গত শনিবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরের শেষভাগে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ১৫-২০টি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় সাংবাদিকসহ ৮-১০ জন আহত হয়। তবে মঙ্গলবার খালেদা জিয়ার গাড়ি বহর ঢাকায় ফেরার পথের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত মামলা হয়নি।