খালেদা জিয়ার জন্য কারাগারে ব্যবস্থা নেওয়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : আদালতের নির্দেশনা ও জেল কোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কারাগারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক মর্যাদা বিবেচনায় জেল কোড অনুযায়ী তার যা যা প্রাপ্য, সেই ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি একটি বড় দলের চেয়ারপারসন, বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সামাজিক মর্যাদা আছে। সামাজিক মর্যাদা বিবেচনা করে জেল জোড অনুযায়ী তার যা যা প্রাপ্য তার জন্য আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছি। প্রথম দিন থেকেই তাকে সে রকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।

ভিআইপি হিসেবে খালেদা জিয়া কেন ডিভিশন পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালতের রায়ে যেভাবে বলা আছে সেভাবেই করা হচ্ছে এবং করা হবে।

জেল কোড অনুযায়ী বিএনপি প্রধানকে ডিভিশন (প্রাপ্য সুবিধা) দিতে আদালতের নির্দেশনা রয়েছে, এখন কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ বিষয়ে আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা আসুক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পরই তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিএনপির অভিযোগ-কারাগারে খালেদাকে ডিভিশন দেওয়া হচ্ছে না।