
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
রোববার রাতে তিনি যুক্তরাজ্য থেকে দেশে আসেন এবং বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান। এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে এসেছিলেন। তখনও খালেদা জিয়া অসুস্থ ছিলেন।
গত ১২ অক্টোবর নিয়মিত চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। তার মাঝে মাঝেই জ্বর এলেও এখন অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানা গেছে। তার ব্যক্তিগত চিকিৎসকরা নিয়মিত তার খোঁজ রাখছেন।