খালেদা জিয়ার বোমা হামলার মামলার প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর

কোর্ট রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে করা বোমা হামলার মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৫ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) মামলার তদন্তকারী কমকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী একই কারণে ২৬ আগস্ট নতুন দিন ধার্য করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হলে তাদের ওপর বোমা হামলা চালানো হয়।

এ ঘটনায় খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।