খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে। জিয়া অরফানেজ মামলার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়েছে। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।