জ্যেষ্ঠ প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ প্রস্তাব ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। এই প্রস্তাব দেওয়ার আগে তাদের শাসন আমলের অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ ছিল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার ভিশন-২০৩০-এর জবাব দিতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার কাছ থেকে এ ধরনের প্রস্তাব শোনা মানে ডাকাতের কাছ থেকে দেশ গড়ার কথা শুনতে পাওয়া। দেশ ও জাতি এই ধরনের ডাকাতের কাছ থেকে দেশ গড়ার কথা শুনতে চাই না।’
তিনি আরো বলেন, দেশের জনগণ বিএনপি-জামায়াতের খুন-খারাপি, আগুন সন্ত্রাস ও অতীত অপকর্মের কথা ভুলে যায়নি। এ সব অপকর্মের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।


