খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারান্তরীণ করা হয়েছে অভিযোগ করে নেতারা এ সময় নেত্রীর মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হাসান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ২০ দলীয় জোট নেতাদের মধ্যে কল্যান পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন দলের নেতা-কর্মীরা। এ ছাড়া বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে একই দাবিতে অনশনে বসবেন তারা।


দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন, অনশন, বিক্ষোভ, মিছিল, কালো পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি পালন করছে দলটি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি রয়েছে দলটির। যদিও এর আগে সমাবেশের জন্য স্থান বরাদ্দ চেয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদন করলেও তাতে সাড়া পায়নি।