খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে মিলছে না পুলিশের অনুমতি। রাজশাহী বিভাগের সমাবেশের পূর্বনির্ধারিত তারিখ ছিল ৩১ মার্চ। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী ১৫ এপ্রিল রাজশাহীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি পুলিশের অনুমতি পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে অনুমতি না মিললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলু বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩১ মার্চ রাজশাহীতে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তাই ৪ এপ্রিল সমাবেশের দিন ঠিক করে অনুমতির জন্য আবার আবেদন করা হয়। এবার মৌখিক অনুমতি দেয় পুলিশ। কিন্তু এরপর আবার পুলিশের পক্ষ থেকে বিএনপিকে দিন পরিবর্তনের জন্য বলা হয়।

দুলু বলেন, পুলিশের কথা মতো দিন পরিবর্তন করে এবার ১৫ এপ্রিল ঠিক করা হয়েছে। রাজশাহী মাদ্রাসা ময়দান অথবা সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এবার যদি পুলিশ অনুমতি না দেয় তবে বিএনপি তার সিদ্ধান্তে অনড় থাকবে। সমাবেশ হবে। এতে বাধা দিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসনে বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।