খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে ৫০ চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতির মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে ৫০ চিকিৎসক। শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকলের মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তি প্রদান করবে। অন্যথায় এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. শামিমুর রহমান, অধ্যাপক ডা. গোলাম মঈনউদ্দিন, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সেলিনা খানম, অধ্যাপক ডা. তসলিম উদ্দিনম, অধ্যাপক ডা. সেলিমুজ্জামান, অধ্যাপক ডা. চৌধুরী মো. হায়দার আলীসহ ৫০ জন চিকিৎসক।

খালেদা জিয়াকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দেওয়ায় দেশজুড়ে ব্যাপক নিন্দার ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যে জাতিসংঘ, হিউম্যান রাইটসওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে।’

বিবৃতিতে চিকিৎসকরা খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ‘শান্তিপূর্ণ আন্দোলনের’ আহ্বান জানান।