নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের সত্যায়িত অনুলিপি তৈরি সম্পন্ন হয়নি বৃহস্পতিবারও।
তবে রায়ের সত্যয়িত অনুলিপি তৈরির কাজ শুরু হয়েছে এবং তা পেতে আগামী রোববার অথবা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বৃহস্পতিবার রায় প্রদানকারী আদালত সূত্র বিষয়টি জানিয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে অনুলিপি বিভাগ রায় পেয়ে অনুলিপি তৈরির কাজ শুরু করেন। তারা এদিন কম্পোজকৃত রায়টি অনুলিপির ফরমেটে এনে মূল রায়ের সঙ্গে তুলনা শুরু করেছেন। যা এদিন অর্ধেক সম্পন্ন করতে পেরেছে বলে আদালত সূত্র জানায়।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ প্রায় অর্ধশত আইনজীবী বৃহস্পতিবার রায়ের অনুলিপি নিতে রায় প্রদানকারী আদালতে বেলা ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বসে ছিলেন। কিন্তু সাড়ে ৫টার সময় ওই আদালত থেকে জানানো হয় কাজ সম্পন্ন না হওয়ায় এদিন রায়ের অনুলিপি দেওয়া সম্ভব হচ্ছেন না।
এ সম্পর্কে সানাউল্লাহ মিয়া জানান, আদালত থেকে অনুলিপি বিভাগ আগামী রবি অথবা সোমবার রায়ের অনুলিপি পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন। তাই ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
এর আগে বুধবার এ আইনজীবীকে বৃহস্পতিবার ৪টার মধ্যে অনুলিপি দিতে পারবেন বলে নিশ্চিত করেছিল।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার ৫ বছর কারাদ- হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।
রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়ার পক্ষে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুলিপির জন্য ৩ হাজার পৃষ্ঠার কোর্টফোলিও আদালতে দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
মামলাটিতে খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামির ১০ বছর করে কারাদ- দেওয়া হয়। এ ছাড়া আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়।
দ-িত অপর চার আসামি হলেন কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।


