নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি।
বুধবার মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। আইনজীবী সানাউল্লাহ মিয়া তার পক্ষে হাজিরা প্রদান করেন। অন্যদিকে দুই আসামি আলতাফ হোসেন চৌধুরী এবং ব্যারিস্টার মো. আমিনুল হকের পক্ষে হাইকোর্টে রিট আবেদন বিচারাধীন থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর হোসনে আরা বেগম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৩০ অক্টোবর ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
মামলায় অভিযোগপত্রভুক্ত আসামির সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন।
মামলার অন্য আসামিরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, মঈনুল আহসান, একেএম মোশারফ হোসেন ও ব্যারিস্টার মো. আমিনুল হক।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক মো. সামছুল আলম।
দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি) বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ করা হয় মামলাটিতে।