
বরিশাল : বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া এখন কারাগারে। আমাদের কোনো বক্তব্য নাই। এটা আদালতের বিষয়। আদালতকে আমরা সম্মান করি। আমরা খুশিও না, অখুশিও না।
ওবায়দুল কাদের বলেন, একজন খালেদা জিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আরেকজন শেখ হাসিনা সততায় চ্যাম্পিয়ন। আজকে বিশ্বের প্রথম সারির ১০ জনের মধ্যে একজন আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গিয়ে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আবার বিজয়ী হব।
এরপর তিনি নৌকা নৌকা বলে স্লোগান ধরেন।
জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে এ জনসভা হয়।