খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তাকে শোভা পায় না।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

তিনি খালেদা জিয়ার মায়াকান্নাকে মাছের মায়ের পুত্রশোক বলে আখ্যায়িত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা।