
নানা রকম শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছু দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০ চিকিৎসকের সমন্বয়ে গঠিত বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, জানা গেছে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা।
শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা এখন খুবই নাজুক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।
ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা ডাক্তারদের ভাষায় কথা বলতে পারি না। কিন্তু সাধারণ মানুষের ভাষায় যেটা বুঝি, সেটা হলো, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে বারবার। এ ব্যাপারে আইনি ব্যাখ্যাও দিয়েছেন আইনমন্ত্রীসহ প্রধানমন্ত্রী নিজেই। তবে মির্জা ফখরুলের অভিযোগ, সুযোগ থাকার পরও সরকার তার উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, আইনমন্ত্রী বললেন যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। এটা মিথ্যা কথা। কারণ এখানে আইনি সুযোগ রয়েছে। তারা যে আইনের কথা বলছেন, সেই ৪০১ এ বলা আছে, সম্পূর্ণ এখতিয়ারটা সরকারের। তাদের লক্ষ তো হলো, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। এখন তাকে জীবন থেকেই সরিয়ে দিতে চক্রান্ত করছে। আর সে কারণেই তারা খালেদা জিয়াকে এই সুযোগটা দিতে চাচ্ছে না।
বেগম জিয়াকে মুক্ত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি।