খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার একতরফা নির্বাচন করতে খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে বলে অভিযোগ করেছে বিএনপি। এজন্য বিএনপি নেত্রীর বিরুদ্ধে ‘দুর্নীতির মামলা’কে ব্যবহার করা হচ্ছে দাবি করে সরকারকে সতর্ক করে দলটি বলেছে, ‘খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, হতেও দেবে না।’ তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলে দিতে চাই-দুঃশাসনের কালরাত শেষ হয়ে এসেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে বেগম জিয়ার মামলা নিয়ে কোনো হীন পরিকল্পনা করে থাকলে শেখ হাসিনার সরকার নিজেদের পতন থেকে রক্ষা করতে পারবে না।’

‘এদেশের মানুষ মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিরোধে অনড় প্রস্তুতি গ্রহণ করে আছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে মাইনাস করে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর বিএনপিকে মাইনাস করে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন এদেশে আর করতে পারবে না জেনে নতুন ফর্মুলা বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার। দেশে একদলীয় শাসন কায়েমে পথের কাঁটা হলেন বেগম খালেদা জিয়া। তাকে (খালেদা জিয়াকে) রাজনীতি থেকে মাইনাস করতে পারলে শেখ হাসিনার পথের কাঁটা দূর হয়ে যায়।’

‘তাই প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হাজার হাজার মামলা। মামলাগুলোতে তাড়াহুড়া করে রায়ের ব্যবস্থা করা হচ্ছে। এগুলোর আসল উদ্দেশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। জনগণের বুঝতে বাকি নেই যে, এসব হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের নীলনকশা’, বলেন বিএনপির এই নেতা।

রায়ের আগেই খালেদা জিয়ার ‘জেলে যেতে’ হবে বলে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌমন্ত্রী শাহজাহান খান গতকাল বলেছেন খালেদা জিয়ার সাজা নিশ্চিত এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও গতকাল বলেছেন, জেলে গিয়েই বেগম খালেদা জিয়াকে আপিল করতে হবে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়াকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে।’

‘তাদের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণ হয়- আদালতের রায় কী হবে তা তারা জানেন এবং আদালতকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে সাজা দিতে চাচ্ছেন।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের সময় ১/১১ সরকার ও দুদকের দায়ের করা ১৫টি মামলা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সাত হাজারের অধিক মামলা সরকার প্রত্যাহার করে নিয়েছে। অথচ বিএনপি চেয়ারপারসনসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে সচল করতে যা যা প্রয়োজন শেখ হাসিনার সরকার সে ব্যবস্থাই নিয়েছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে দখল ও হরণের নীতি বাস্তবায়ন করতেই মাইনাস ওয়ান ফর্মুলার নীলনকশা এঁটেছেন শেখ হাসিনা। তিনি ১/১১-এর শিক্ষা থেকে শিক্ষা নেননি। যদি নিতেন তাহলে তিনি রাজনীতির এই বিপজ্জনক খেলায় মেতে উঠতেন না।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আবুল খায়ের ভুইয়া, আবদুস সালাম আজাদ, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।