নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতে ইসলামীর অঘোষিত আমিরের দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট এ সভার আয়োজন করে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় সুপরিকল্পিতভাবে অসংখ্য মানুষ হত্যা করেছে। এ দেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু তারা সফল হয়নি। এখনো নানাভাবে জঙ্গি তৎপরতার মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু তাতেও তাদের কোনো লাভ হচ্ছে না।
তিনি বলেন, জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের সংগঠন। তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তেমনিভাবে তাদের যারা পৃষ্ঠপোষকতা করছে, তাদেরও রাজনীতি করার অধিকার নেই।
জিয়াউর রহমানের কবরে জিয়ার লাশ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম নিজামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিদারুল ইসলাম দিদার, উপদেষ্টা শায়খ খন্দকার গোলাম মওলা নকশেবন্দী প্রমুখ।