নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে লন্ডন গেছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘খালেদা জিয়া ভালো করেই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধপরাধের বিচারসহ সব অপরাধের বিচার করতে বদ্ধপরিকর। আর কিছুদিন পর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার পূর্ণাঙ্গ রায় হবে। তাই চিকিৎসার জন্য নয়, ছেলে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বাঁচানোর জন্যই খালেদা জিয়া লন্ডন সফরে গেছেন।’
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের শপথ নিতে হবে সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নেওয়ার।’
তিনি আরো বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মূল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম।