
এস. এম. মনির হোসেন জীবন \ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দীন টুকু, যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান মামুনসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে আজ সোমবার সকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চেরাগআলীস্থ টঙ্গী থানা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাইফুল ইসলাম টুটুল, মো. আতাউর রহমান, জিল্লুর রহমান মাসুম, আকবর হোসেন ফারুক, ভিপি আসাদ্জ্জুামান নুর আসাদ, এডভোকেট শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম রিপন, জাহাঙ্গীর হাজারী, ইউসুফ সরকার, মিজানুর রহমান ও ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়া না হলে গাজীপুর থেকে বিএনপিসহ যুবদলের নেতাকর্মীরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। যা কিনা আওয়ামী সরকারের ভীতকে নাড়িয়ে দিবে।