খায়রুল আলম লিটন সুবিধা বঞ্চিত মানুষের বন্ধু

রেজাউর রহমান চৌধুরীঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে আদর্শীত সৈনিক দক্ষিণখান থানার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল আলম লিটন । বঙ্গবন্ধুর আদর্শে আদর্শীত পরিবারে তার জন্ম । শৈশবকাল পরিবার থেকেই তার মধ্যে রাজনীতি রেখাপাত করে এবং তার রাজনৈতিক ধারার বীজ বপন হয় । আর তখন থেকেই তার মনে-প্রাণে আওয়ামী লীগ রাজনীতি রেখাপাত করে এবং তার হৃদয়ে বঙ্গবঙ্গুর আদর্শ উজীবিত হতে থাকে । ছাত্র জীবনেই তিনি লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক মিছিল-মিটিং এ যোগদান করেন এবং রাজপথে লড়াকু সৈনিকের ন্যায় অসত্যের বিরুদ্ধে এবং দারিদ্র, অসহায়,নির্যাতিত ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেবার জন্য আন্দোলন করতে থাকেন । মানবের কল্যাণের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন এবং কল্যাণের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন আত্নতৃপ্তি ও স্বর্গীয় শান্তি । হত দারিদ্র ছাত্র-ছাত্রী নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন এবং এখনও উক্ত কর্মে বহাল আছেন । তার এই গুণাবলির জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাকে দক্ষিণখান থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করে । দলের স্বার্থে ত্যাগী ও সংগ্রামী এই নেতা রাজনৈতির আদর্শ বজায় রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং দেশরত্ন জাতির জনকের সু-যোগ্য কন্যা জন-মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন খায়রুল আলম লিটন । ঢাকা ১৮ আসনের এম.পি. সাবেক সফল স্বরাষ্ট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাড. সাহারা খাতুনের আস্থা-বিশ্বাস ধরে রেখে কাজ করে যাবেন তিনি । আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিষ্ঠা-শ্রম ও ন্যায়-পরায়নতার সাথে কাজ করার অঙ্গীকার তার । সমাজের একটি মহল তার রাজনৈতিক অর্জন কে ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে । এসকল অপবাদ খায়রুল আলম লিটনের মত নেতাদের কে ন্যায় পথ থেকে সরাতে পারবে না । আমরা তার মঙ্গল কামনা করছি ।