“খিলক্ষেতে উদ্ধারের দুইদিন পরও পরিচয় মেলেনি অজ্ঞাত মৃতদেহের”

এস.এম.নাহিদ; বিশেষ প্রতিনিধি ঃ রাজধানীর খিলক্ষেত থানার অন্তর্গত ডুমনী ইউনিয়নের পাতিরা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। এদিকে মৃতদেহ উদ্ধারের দ্ইুদিন পরও পরিচয় মেলেনি হতভাগা ব্যক্তির।
সূত্রে জানা যায় – গত ০৭/০৫/২০১৭ইং তারিখ সকালে পাতিরা ইছাপুরা ব্রীজ সন্নিকটে বালু নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।বিষয়টি এলাকাবাসী থানা পুলিশকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে এসে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এই বিষয়ে খিলক্ষেত থানাতে এখনো কোন মামলা হয়নি।