খিলক্ষেতে ককটেলসহ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

এস.এম.নাহিদ: রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তিনটি ককটেলসহ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খিলক্ষেতের যাত্রীছাউনি-সংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান খান স্বাধীন এবং দুই কর্মী মো. সাগর ও মো. রাব্বি।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে টিফিনবক্সের ভেতরে রাখা তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিছিল ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে।এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-(৩১)।