খিলক্ষেতে তারেক রহমানের জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ২২ নভেম্বর, রোজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর খিলক্ষেত রেললাইন সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।খিলখেত থানার উদ্যোগে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তিনি বলেন, জনগণের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ এবং আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু।

অতিথিরা ফ্রি মেডিকেল ক্যাম্পকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সি এম আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মো: মশিউর রহমান মসি। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, তার ২৬তম দফা হলো স্বাস্থ্যসেবা। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজ তারেক রহমানের জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে আমূল পরিবর্তন আনা হবে।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, পরামর্শ, বিভিন্ন রোগের চিকিৎসা নির্দেশনা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

সর্বোপরি, তারেক রহমানের জন্মবার্ষিকীতে আয়োজিত এ মানবিক কার্যক্রম সামাজিক কল্যাণে বিএনপির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।