খিলক্ষেতে দূর্নীতির দায়ে আলোচিত সালামত উল্লাহ’র গোপনে দেশে আসার পরিকল্পনা

এস.এম. নাহিদ: দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক ভূমি কর্মকর্তা সালামত উল্লাহ যে কোনো সময় গোপনে দেশে ফিরতে পারেন বলে সূত্রে জানা গেছে।সালামত উল্লাহর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার, ভূমি দখল এবং শতশত কোটি টাকার অবৈধ সম্পদ গঠনের অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় আওয়ামীলীগ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বছরের পর বছর ধরে সরকারি চাকরির সুযোগ কাজে লাগিয়ে অবৈধ সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন।
গণমাধ্যমে এই অভিযোগ প্রকাশের পর প্রায় দুই মাস আগে তিনি গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে ফাইল খোলা হয়েছে এবং অভিযোগের বিষয়ে কমিশন অবহিত। তারা আরো বলেন, গণমাধ্যমে তথ্য প্রকাশের পর বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সালামত উল্ল্যাহর যত সম্পদ :
সালামত উল্ল্যাহ তার স্ত্রী, সন্তান এমনকি ছেলের স্ত্রীর নামেও রেখেছেন বিঘা বিঘা জমি।৪ ছেলে সন্তানের জনক এই সালামত উল্ল্যাহর ইতিমধ্যে এক ছেলে মারা গিয়েছে।আইনের চোখ এড়াতে রূপগঞ্জের খুদেবাজারে সেই ছেলের শশুরবাড়ী এলাকায় ছেলের স্ত্রীর নামেও রেখেছেন ৯০বিঘা সম্পত্তি।এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে সালামত উল্ল্যাহর রয়েছে ২৫বিঘা জমি।পূর্বাচল উপশহরে রয়েছে একাধিক প্লট। গাজীপুরে বিশাল জায়গা নিয়ে রয়েছে বড়বড় গোডাউন।সেখান থেকে মোটা অংকের টাকা ভাড়া পান প্রতি মাসে।খিলক্ষেত নামাপাড়া এলাকায় ৭টি বহুতল ভবন সহ প্রায় ৭(সাত) বিঘা জমি রয়েছে সালামত উল্ল্যাহর।বর্তমান বাজারে যার আনুমানিক মুল্য প্রায় ৯০ (নব্বই) কোটিরও বেশি।এছাড়া নামাপাড়ায় চ্যাম্পিয়ন ডেভেলপার কোম্পানির ব্যানারে নির্মাণাধীন ১০ তলা নবনির্মিত একটি ভবন রয়েছে ।অথচ জয়েন্ট ষ্টকের রেজিষ্ট্রেশন তালিকায় খিলক্ষেতের এই ‘চ্যাম্পিয়ন ডেভেলপার কোম্পানির নাম খুঁজে পাওয়া যায়নি।
সম্পদের পাশাপাশি সালামত উল্ল্যাহর স্ত্রী-সন্তানদের নামে-বেনামেও রয়েছে গোপন ব্যাংক অ্যাকাউন্ট। মতিঝিল রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় বিল্ডিংয়ের উপরে তার ছেলের পরিচালনায় একটি সিকিউরিটি কোম্পানি রয়েছে।সালামত উল্লাহর সমস্ত কুকর্মের গোপন বৈঠক এবং আর্থিক লেনদেন এই অফিস থেকেই হয়ে থাকে বলে তথ্য রয়েছে।এমনকি সালামত উল্ল্যাহ ফ্যাসিষ্ট হাসিনার আশির্বাদপুষ্ট হওয়ায় এখান থেকে বিদেশেও টাকা পাচার করতে পারেন বলে অনেকের ধারনা।
সালামত উল্ল্যাহ কেবল একজন দুর্নীতিবাজ কর্মকর্তা নন—তিনি ক্ষমতা, প্রতারণা ও প্রশাসনিক দুর্বলতার মিলিত প্রতীক। যদি এমন ব্যক্তিরা জবাবদিহির বাইরে থেকে যান, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।এমতাবস্থায় দুর্নীতি দমন কমিশন , জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল সংস্থার এখনই উচিত—সালামত উল্ল্যাহ ও তার পরিবারের দেশ-বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু করা, সকল ব্যাংক হিসাব জব্দ করা এবং আদালতের মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া। সালামত উল্ল্যাহর মতো দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক বিচার না হলে, শুধু প্রশাসনিক দুর্বলতার প্রমাণ নয়-রাষ্ট্রের নৈতিক পতনের দিকেও বড় সতর্কবার্তা হয়ে থাকবে।