খিলক্ষেতে ফুটপাত দখল করা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে ফুটপাত দখল করা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মোঃ মঞ্জুর-ই-মওলা এ তথ্য জানিয়েছেন।

মঞ্জুর-ই-মওলা জানান, সোমবার খিলক্ষেত রেলগেট হতে পূর্বদিকে এবং রাস্তার উত্তর ও দক্ষিণ দু’পাশে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ফুটপাত দখল করে রাখা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

একই সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা খাবার রাখার দায়ে ২টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এদের বিরুদ্ধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’এর অধীনে ২টি মামলাও দায়ের করা হয়। এছাড়া ফুটপাত ও রাস্তা চিহ্নিত করে সেখানে অবৈধ স্থাপনা না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানকালে ডিএনসিসি’র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান শরীফ এবং স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভিন উপস্থিত ছিলেন।