খিলক্ষেতে মাদকের দখলে ৪৩নং ওয়ার্ড: নীরব আতঙ্কে প্রজন্ম ধ্বংসের মুখে

বিশেষ প্রতিনিধি : রাজধানীর খিলক্ষেত ৪৩নং ওয়ার্ড এখন কার্যত মাদক কারবারিদের নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে। ডুমনী, পাতিরা,নস্তুল,তলনা ও ঢেলনা এলাকায় প্রকাশ্যে চলছে বাংলা মদ, গাঁজা ও ইয়াবার রমরমা বেচাকেনা।এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বাংলা মদ বিক্রি চলছে। একই সঙ্গে ইয়াবা ও গাঁজার অবাধ বেচাকেনা এখন ওপেন সিক্রেট। দোকান, বাসা এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও মাদক লেনদেন হচ্ছে নির্দ্বিধায়। এলাকাবাসীর ভাষায়, মুড়ির মতো করেই মাদক কেনাবেচা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে অভিযুক্তরা আবার আগের মতোই ব্যবসা শুরু করে। ফলে আইনের ভয় নেই বললেই চলে। থানা পুলিশের তৎপরতা চোখে পড়ছে না বলেও অভিযোগ উঠেছে। একই সঙ্গে জুয়ার আসর বসছে নিয়মিত, যা সামাজিক অবক্ষয়কে আরও গভীর করছে।সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সামাজিক সম্পর্ক। সবাই আত্মীয় বা পরিচিত হওয়ায় সম্পর্কের খাতিরে প্রতিবাদ হয় না। এর ফল ভোগ করছে তরুণ প্রজন্ম। মাদকের সহজলভ্যতায় তারা দ্রুত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর অভিযান, নিয়মিত নজরদারি এবং সামাজিক প্রতিরোধ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব।কারণ এখানকার পরিস্থিতি এখন আর ব্যক্তিগত সমস্যা নয় – এটি একটি সামাজিক জরুরি অবস্থা।

এলাকার বাংলা মদ ব্যাবসায়ীদের মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে পাতিরা মসজিদ পাড়ার চান মিয়ার ছেলে বকুল,টেম্পুষ্ট্যান্ডের মৃত গনি মিয়ার ছেলে বাকি,দক্ষিনপাড়ার মফির ছেলে মজুর,মোড়ল পাড়ার মাহাবুরের ছেলে কালু,দক্ষিনপাড়া মাহামুদের ছেলে শামিন,মস্তুল বেলতলার আলামিনের ভাতিজা উজ্জ্বল।

ইয়াবা ব্যাবসায়ীদের মধ্যে পাতিরা মোড়লপাড়ার সিফাত,মধ্যপাড়ার খোরশেদ,দক্ষিনপাড়ার মাহামুদের ছেলে জামাল ওরফে হ্যান্ডকাপ জামাল,মোড়লপাড়ার হজরতের ছেলে বকুল,দক্ষিনপাড়া নূরশাহীর ছেলে রাসুল অন্যতম।ডুমনি টেকপাড়ার মাদক স্পটের আরো কিছু পুরানো চিহ্নিত মাদক ব্যাবসায়ী রয়েছে যাদের নামে স্থানীয় খিলক্ষেত থানায় একাধিক মাদক মামলা রয়েছে।এছাড়া এলাকার বেশকিছু স্থানে জুয়া খেলার স্পট রয়েছে।এরমধ্যে ডুমনি রিলায়েন্সের বালুরমাঠের পাশে,মস্তুল বেলতলা পানি উন্নয়ন বোর্ডের নদীর পাশের ঝোপে,৩০০ফিট বেলতলা খালের পাশের কলাবাগান এবং পাতিরা চায়না কোম্পানির পূর্ব পাশে নদীর পাড়ে বটগাছের কাছে গভীর রাত পর্যন্ত চলে জুয়াড়িদের মিলন মেলা।