খিলক্ষেতে রাতভর সন্ত্রাসীদের তাণ্ডব: ৩০০ ফুট হাটের গরু ছিনিয়ে নেওয়া হচ্ছে খিলক্ষেত বাজারে

এস.এম. নাহিদ : রাজধানীর খিলক্ষেত এলাকায় কোরবানির পশুহাট কেন্দ্র করে শুরু হয়েছে সন্ত্রাসীদের দখলযুদ্ধ। অভিযোগ উঠেছে, বিমানবন্দর প্রধান সড়কে ৩০০ ফিট হাটমুখী গরুবাহী ট্রাক আটকিয়ে জোরপূর্বক খিলক্ষেত বাজার পশুহাটে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী। পুরো ঘটনাটি ঘটেছে রাতভর এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে এই প্রতিবেদকের কাছে।
স্থানীয় ব্যবসায়ী ও ট্রাক চালকদের ভাষ্যমতে, ট্রাক থামিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসীরা গরু নামিয়ে খিলক্ষেত বাজার হাটে ঢুকিয়ে দেয়, যাতে ওই হাটে জোর করে পশু বিক্রি করানো হয়। এতে ৩০০ফুট হাটের ব্যবসায়ী ও ইজারাদারেরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
এলাকাবাসী ও সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, প্রশাসনের চোখের সামনে এভাবে রাতভর সন্ত্রাসী তাণ্ডব চললেও কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাদের দাবি, হাটের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া।