
এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেত বাজারের হাজী সালাম ম্যানসনের দ্বিতীয় তলায় অবস্থিত “PIZZA HEAVEN” রেস্টুরেন্টে প্রকাশ্যে অল্পবয়সী ছেলেমেয়েদের আপত্তিকর কর্মকাণ্ড ঘটছে, যা শুধু সামাজিক মূল্যবোধের জন্য নয়, বরং আইনগত ও নৈতিকভাবে পুরো সমাজের জন্য একটি ভয়াবহ সংকেত। এই রেস্টুরেন্টে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবার নামে তরুণ-তরুণীদের অপরাধমূলক কার্যকলাপের সুযোগ দেওয়া হচ্ছে, যা সমাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যাবসায়ী ও রেস্টুরেন্টে যাতায়াতকারী অনেকেই বলছেন, এই রেস্টুরেন্টে বিশেষ সুবিধার জন্য একটি পর্দা সিস্টেম ব্যবহার করা হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা যারা এখানে নিয়মিত আসা-যাওয়া করছে, তাদের গতিবিধি সরাসরি নজরদারি ছাড়া চলতে থাকা উদ্বেগজনক।
এই ঘটনার পেছনে যে বিষয়টি বিশেষভাবে শঙ্কার সৃষ্টি করছে, তা হলো রেস্টুরেন্ট মালিক মাইদুলের বেপরোয়া বক্তব্য। তিনি দাবি করেছেন, ব্যবসা করতে গেলে কিছু সুযোগ-সুবিধা দিতে হয়। ‘আমি পুলিশের সঙ্গেও সম্পর্ক রাখি এবং রাজনৈতিক নেতাদের সাথেও যোগাযোগ রয়েছে’। সমাজে যদি এই ধরনের দৃষ্টিভঙ্গি বজায় থাকে তবে অপরাধী চক্রের উত্থান এবং তরুণ সমাজের ধ্বংস কোন বিষয়ই আর অবাক হওয়ার কিছু থাকবে না।
এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক অস্বস্তির সৃষ্টি করছে না, বরং এটি তরুণদের শৃঙ্খলা, সঠিক পথ নির্দেশনা এবং নিরাপত্তার প্রতি বড় ধরনের হুমকি। যখন সমাজে এমন কর্মকাণ্ড ঘটছে, তখন প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা এবং তাদের কার্যকর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে দৃঢ়ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকরী পদক্ষেপের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন কার্যকলাপ বন্ধ হয় এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।