খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় দুদু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্র জানিয়েছে, সকালে দুদু মিয়া রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুদু মিয়া উত্তরা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের নয়াপাড়ায়। তার বাবার নাম চান মিয়া।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।