খিলক্ষেতে ৬ হাজার পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার 

এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইয়াছিন (৩৩) মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিকুঞ্জ-১ এলাকায় অভিযান পরিচালনার সময় আটক হন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার ইলিয়াস কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী অভিযানে এর আগেও উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের মার্চ মাসে খিলক্ষেতের নামাপাড়া এলাকায় ১০,২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।