
রাজধানীর খিলক্ষেত থেকে গাঁজাসহ মো. রিপন (৩৫) ও মোছা. বন্যা (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
খিলক্ষেতের কুরাতলি এলাকা থেকে শুক্রবার (১১ জুলাই) বিকেল সোয়া ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের কুরাতলি এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রিপন ও বন্যা নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য তাদেরকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।