এস.এম.নাহিদ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭, ৪৮ ও ৪৩ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত খিলক্ষেত থানা এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মী দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে। এদের অধিকাংশই বিভিন্ন থানার একাধিক মামলার আসামি। স্থানীয়দের ভাষ্য, রাতে তারা নিজ নিজ বাসায় অবস্থান করলেও দিনের আলোয় পার্শ্ববর্তী পূর্বাচল উপশহরে নিয়মিত জড়ো হয়,যা কার্যত মিলনমেলায় রূপ নিয়েছে।
বিশেষ করে পূর্বাচল ১ নম্বর সেক্টরের নীলা মার্কেট ও ল্যাংটা মাজার এলাকা, ১৪ নম্বর সেক্টরের ফারুক মার্কেট, স্বাধীনতা চত্বর ও ইছাপুরা বাজারে তাদের প্রকাশ্য উপস্থিতি এখন আর গোপন নয়। অধিকাংশই খিলক্ষেতের স্থায়ী বাসিন্দা হওয়ায় এলাকাভিত্তিক সংগঠন ও যোগাযোগ বজায় রাখছে বলে অভিযোগ। আত্মগোপনের আড়ালে এ ধরনের সংগঠিত তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের নেতা শওকত ওসমান হাদীকে গুলি করার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আত্মগোপন মানেই নিষ্ক্রিয়তা নয়,এই বাস্তবতা আবারও সামনে এসেছে। নির্বাচন সামনে রেখে মামলাবাজ ও আত্মগোপনকারী নেটওয়ার্কের এমন তৎপরতা সুষ্ঠু ভোটের জন্য সরাসরি হুমকি। নিরপেক্ষতার নামে নীরবতা নয়-এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপই পরিস্থিতি সামাল দেওয়ার একমাত্র পথ।


