
এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তুল এলাকায় ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় সানাউল্লা বেপারীর ছেলে ফয়সাল বেপারী। পূর্বাচল উপশহরের ১নং সেক্টরে তার মাদক ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ফার্মেসির দোকানটি একাকী থাকলেও, তার মাদক সরবরাহের জাল ছড়িয়ে পড়েছে পূর্বাচলসহ আশপাশের এলাকায়। দোকান খোলা বা বন্ধ করার নির্দিষ্ট সময় নেই; ফোন কলের মাধ্যমে নিয়মিত ইয়াবা ও ফেন্সিডিল সরবরাহ করে থাকে।
২০১৯ সালে চট্টগ্রামে ২৫০০ পিস ইয়াবাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে ফয়সাল। সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনও চলমান। স্থানীয়রা জানান, ফয়সাল প্রতিদিন একাধিকবার পূর্বাচল এলাকায় যাতায়াত করে এবং তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। ফার্মেসির দোকানটি লোক দেখানোর জন্য ব্যবহার করলেও, মূলত এটি মাদক ব্যবসার আড়াল।তাছাড়া ইতিপূর্বে দোকানঘরের মালিকের কাছে বাজারের ব্যাগে লুকিয়ে রাখা প্রায় ১৫০ বোতল ফেন্সিডিলসহ ফয়সাল হাতেনাতে ধরা পড়ে। পরে ঘরের মালিক ফয়সালকে দোকান থেকে বের করে দেন। এই ঘটনার জের ধরেই ৫ই আগস্টের আগে ৩০০ ফিট বালু ব্রিজ এলাকায় ফয়সাল ও তার দলবল সাদা একটি প্রাইভেটকারে এসে দোকানঘরের মালিককে অপহরণের চেষ্টা করে। পরবর্তীতে খিলক্ষেত থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ফয়সালের অনৈতিক কর্মকাণ্ড মাদকের গণ্ডি পেরিয়ে নারীদের সম্মানহানিতেও বিস্তৃত। মস্তুল এলাকায় কেউ যদি রূপসী স্ত্রী বা কন্যার অভিভাবক হন, তবে ফয়সালের কুদৃষ্টি থেকে তাদের রক্ষা পাওয়া কঠিন। তার চরিত্রহীন আচরণে অনেকের সাজানো সংসার ভেঙে গেছে, এলোমেলো হয়ে পড়েছে একাধিক জীবন। তাছাড়া ফয়সালের ফার্মেসীর নেই কোন ড্রাগ লাইসেন্স।অবৈধ ভাবে ওষুধ ব্যাবসা সমাজের উপর ঝুকি তৈরি করে।কারণ যেকোনো সময়ে ঘটতে পারে জীবনহানির মত বড় দূর্ঘটনা।স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ফয়সাল এলাকায় একজন পরিচিত মাদক ব্যবসায়ী। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।তারা বলেন, ফয়সালের মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এবং তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।