খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : রোববার বেলা সোয়া ১১টার দিকে অজ্ঞাতনামা (২৮) ওই ব্যক্তি ভবন থেকে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে এক পথচারী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, দোতালা ভবনের ছাদে কাজ করার সময় ওই ব্যক্তি পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকর মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারের কেউ শনাক্ত করলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।