খিলগাঁও এলাকায় ডোবা থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকার একটি ডোবা থেকে আল আমিন নামে ১০ বছর বয়সী শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পশ্চিম নন্দীপাড়া এলাকার ১৪৪ নম্বর বাসার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

আল আমিন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শান্তিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। তারা খিলগাঁও পশ্চিম নন্দীপাড়ার ১৪৪ নম্বর বাসায় বসবাস করত।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, গত ১৯ মার্চ থেকে শিশুটি নিখোঁজ ছিল। আজ সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। ছোট থেকেই শিশুটি মৃগি রোগে ভুগছিল। এজন্য পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

ময়নাতদন্তের জন্য আল আমিনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।