গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের খুনিদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেন ডা. আবদুল কাদের খান।
আজ বুধবার গাইবান্ধা জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
হত্যার পরিকল্পনার ধারাবাহিকতা তুলে ধরে খন্দকার গোলাম ফারুক বলেন, গত এক বছর ধরে মনজুরুল ইসলাম লিটনকে হত্যার জন্য বিভিন্ন গ্রুপের সঙ্গে কাদের খান যোগাযোগ করে ব্যর্থ হন। পরে ছিনতাইকারী মেহেদী, শাহীন, রানা ও হান্নানকে অর্থ দিয়ে ও নিজে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রভাব প্রতিপত্তির লোভ দেখিয়ে খুন করাতে রাজি করান। কাদের খান নিজে তাদের গত ছয় মাস ধরে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছেন।
মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী ডা. আব্দুল কাদের খান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং তিনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
ডিআইজি বলেন, কিলিং মিশনে অংশ নেওয়া তিনজন গ্রেপ্তার হলেও রানা নামের অপর যুবক পলাতক রয়েছে। তবে তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা যাবে বলে পুলিশ আশা করছে।