জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। চানখারপুর ৬ জনকে হত্যার দায়ে তাকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এই রায়ের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।
সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে একথা লেখেন তিনি।
সারজিস আলম লেখেন, ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খু’নি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।
এর কিছু আগে আরও একটি পোস্টে তিনি লেখেন, খুনি হাসিনার ফাঁসি।


