খুন হওয়ার ১৪ পর ফিরে এসে ১৬৪ ধারায় জবানবন্দি

জেলা প্রতিবেদকঃ ২০০৭ সালে নারায়ণগঞ্জে খুনের মামলায় লাশ গুমের অভিযোগ দায়ের করা মামলার ‘কথিত খুন হওয়া’ সেই যুবক রুবেল ওরফে আল আমিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাতে মামলার ১৪ বছর পর রুবেল এলাকার আসলে এলাকাবাসী ও মামলার আসামিরা তাকে সদর থানায় সোপর্দ করে।

শুক্রবার (২১ মে) তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুল মোহসীনের আদালতে হাজির করে। শুক্রবার বিকেলে রুবেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রুবেল তার জবানবন্দিতে জানান, মা রহিমা খাতুনের মারধর ও ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে আসেন। পরে সেখান থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেনযোগে কমলাপুর যান। সেখানে দীর্ঘদিন মানুষের কাছে চেয়েচিন্তে খান।

এরপর এক লোকের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি তাকে রামপুরার একটি হোটেলে কাজ দেয়। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে মগবাজার-মধুবাগ হাতিরঝিল সংলগ্ন মসজিদের পাশে ভাড়ায় বসবাস করে সেখানেই রংমিস্ত্রির কাজ করছেন। আসল নাম রুবেল হলেও মগবাজারে রংমিস্ত্রি আল আমিন নামে তিনি পরিচিত।

রুবেল আরও জানান, বাসা থেকে বের হয়ে যাওয়ার ১০ বছর পর তার সঙ্গে তার মায়ের যোগাযোগ হয়। পরে কুঁড়েরপাড় যেতে চাইলে তার মা তাকে বলে, এলাকায় নিয়ে গেলে তাকে মেরে ফেলবে। গত ৬ বছর ধরে সে এলাকায় আসতে চাইলেও তার মা তাকে আসতে দেয়নি। এক পর্যায়ে মাকে না জানিয়েই বুধবার রাতে কুঁড়েরপাড় নিজ বাড়িতে ফিরে আসে সে। তখন তার মা বলে, তুই কেন আসছোস? তোকে তো মেরে ফেলবে।

এদিকে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে মামলার আসামিরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে এবং রাতে থানায় নিয়ে আসে।