খুবিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা

 খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভর্তি পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৬টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে মোট ১ হাজার ২১১টি আসন রয়েছে। এর বিপরীতে ৩৬ হাজার ৯৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবেন।

এদিকে এবার ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা বই, ব্যাগ, মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং  জীববিজ্ঞান স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

এদিকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নিয়োজিত থাকবে। পরীক্ষা চলাকালীন সব কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত থাকবে।

অন্যদিকে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য আসন বিন্যাস সম্পন্ন হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও কেসিসি উইমেন্স কলেজ (রূপসা), রেভারেন্ড পল্স ও হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, গল্লামারী, খুলনা উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে (রোল নম্বর-০০০১ থেকে ৫০২৮ পর্যন্ত) এবং কেসিসি উইমেন্স কলেজ উপ-কেন্দ্রে (রোল নম্বর- ৫০২৯ থেকে ৭০০৪ পর্যন্ত), রেভারেন্ড পল্স স্কুল (সিএসএস), গল্লামারী উপ-কেন্দ্রে (রোল নম্বর-৭০০৫ থেকে ৮১৪১ পর্যন্ত), হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, গল্লামারী উপ-কেন্দ্রে (রোল নম্বর- ৮১৪২ থেকে ৮৯০৫ পর্যন্ত) এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, গল্লামারী উপ-কেন্দ্রে (রোল নম্বর-৮৯০৬ থেকে ৯৩৩২ পর্যন্ত) পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর শনিবার ভর্তি পরীক্ষার শেষ দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইন স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির আসন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।